• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন |

মন্ত্রীকে সংবর্ধণা দিতে ২০৫ ছুটি ঘোষণা

Dinajpurএকরামুল হক বেলাল, পার্বতীপুর: পার্বতীপুর উপজেলার ২০৫টি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধণা দিচ্ছে ওইসব বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা। আর এতে সহযোগীতা করছেন উপজেলা ও দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এতে উপজেলার ৫৪ হাজার শিশু শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষতির মুখে পড়েছে।
জানা গেছে, সম্প্রতি বে-সরকারী রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারী ঘোষণা ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ায় শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ তৈরী হয়। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ায় তাদের মধ্যে বিশেষ করে সরকারী দলের সমর্থক শিক্ষকরা মন্ত্রীকে সম্বর্ধনা দিতে তৎপরতা শুরু করে। আজ শনিবার বিকেল ৩টায় জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ে  সম্বর্ধনা সভা অয়োজন করা হয়েছে। এজন্য উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় এক দিনের ছুটি ঘোষনা করেছে কর্তপক্ষ। পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান জানান, স্কুল ছুটি দিলে শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি হয়। তারপরেও এলাকার মন্ত্রী হিসেবে শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) স্যার ছুটি মঞ্জুর করায় সকল শিক্ষক সংবর্ধনা সভায় অংশ নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ