• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন |

ধামইরহাটে শালবনের সহ-ব্যবস্থাপনা কাউন্সিল

Noygaনওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শালবনের (আলতাদিঘী জাতীয় উদ্যান) সহ ব্যবস্থাপনা কাউন্সিল আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন এতে সভাপতিত্ব করেন। কাউন্সিল গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য প্রদান করেন বগুড়া সার্কেলের বন সংরক্ষক ডক্টর লস্কর মাকসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, সাপাহার রেঞ্জ অফিসার উত্তম কুমার দত্ত, পাইকবান্দা রেঞ্জ অফিসার সাইদুর রহমান, ধামইরহাট বনবিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাবেক সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে সহ-ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্মপরিধি সম্পর্কে সরকারী নীতিমালা উপস্থাপন করে পদক্ষেপ এর জীব বৈচিত্র পুনুরদ্ধার ও সংরক্ষন প্রকল্পের টিম লিডার তীর্থজিৎ রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৬৫ সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠিত হয় এবং পরবর্তীতে মিটিং এর মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

কারিতাসের শীতবস্ত্র বিতরণ
নওগাঁর ধামইরহাট এনজিও কারিতাস (সিএমএফপি) প্রকল্পের আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা খাইরুল বাশারের সভাপতিত্বে বেলা সাড়ে ১১ টায় টিএন্ডটি মোড়স্থ কারিতাস ধামইরহাট সদর কার্যালয়ে দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। এ সময় উপজেলা কৃষি অফিসার ড. মোঃ জামাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাদির উজজামান কারিতাস আলোঘর প্রকল্পের এডুকেশন সুপারভাইজার জর্ডান হেমরম, কারিতার ইউনিট অফিসার আব্দুর রহমান, কারিতাস স্কুলের সহকারী শিক্ষক পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি শীত মৌসুমে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওর সহযোগিতা অসহায়দের জীবনে কিছুটা সস্তি নেমে এসেছে বলে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন মত পোষন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ