• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

ক্ষতিগ্রস্ত ভোট কর্মকর্তাদের তালিকায় নীলফামারীতে ১৬

EC 10সিসি নিউজ: দশম সংসদ নির্বাচনে সহিংসতায় হতাহত ও ক্ষতিগ্রস্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পরিবারের সদস্যদের বিনামূল্যে সুবিধা দেয়া দেয়া হবে। এছাড়া নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ,  ক্ষতিগ্রস্তের ধরন অনুযায়ী ৫ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

ইসি সূত্র জানায়, ভোটের সময় ক্ষতিগ্রস্ত ২৭৩ জনের মতো কর্মকর্তার নাম সংগ্রহ করেছে ইসি। আর নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ, ক্ষতিগ্রস্তের ধরন অনুযায়ী ৫ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব রয়েছে।

এ বিষয়ে ইসির উপসচিব  মিহির সারওয়ার বলেন, ইসি সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দিচ্ছে। তবে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করার বিষয়ে কমিশন সভায় শিগগির উপস্থাপন করা হবে। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন দিনাজপুরে একজন, ঠাকুরগাঁওয়ে একজন ও  ঝিনাইদহে একজন।

সূত্র আরো জানায়, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনী সদস্য মিলে চট্টগ্রাম জেলায় ১৫ জন, দিনাজপুরে ৭৩ জন, যশোরে ৪৫ জন, বগুড়ায় ৩ জন, রংপুরে ১২ জন, লালমনিরহাটে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ৩৬ জন, গাইবান্ধায় ১৩ জন, ঝিনাইদহে ৭ জন, মৌলভীবাজারে ২ জন, কুমিল্লায় ৭ জন, জামালপুরে ১৯ জন, শেরপুরে ৯ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ৩ জন, নীলফামারীতে ১৬ জন ও মাগুরায় ২ জন আহত হয়েছেন।

আহত কর্মকর্তাদের মধ্যে যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদেরকে ৫ হাজার টাকা, আহত হয়ে যারা তিন দিন হাসপাতালে ছিলেন তাদের জন্য ১০ হাজার টাকা, সাত দিন হাসপাতালে ছিলেন তাদের জন্য ২৫ হাজার টাকা এবং গুরুতর আহতদের জন্য ধরন অনুযায়ী ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হতে পারে। নিহতদের জন্য নির্বাচন কমিশনের তহবিল থেকে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।

ক্ষতিপূরণের বিষয়ে ইসির কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবুও নিহত কর্মকর্তাদের পরিবার বা নির্ভরশীলরা যাতে সচ্ছলভাবে পরবর্তী জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সুবিধা দিতে অনুরোধ জানানো হবে ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার  শাহ নেওয়াজ বলেন, ইসির নীতিমালার আলোকে ইতোমধ্যে নিহত দুজন ভোটগ্রহণ কর্মকর্তাকে (প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা) সাড়ে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদেরও মধ্যে তা অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনে সংঘাত-সহিংসতায় মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়। তখন ভোটবিরোধীরা শতাধিক কেন্দ্র পুড়িয়ে দেয়, হামলায় নিহত হন ভোটগ্রহণকারী কর্মকর্তারাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ