• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

রাজারহাটে কর্মসৃজন প্রকল্পের কাজ সমাপ্ত

SAMSUNG CAMERA PICTURES
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ ইউএনও’র সঠিক তদারকিতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর উপজেলার ৭টি ইউনিয়নে কর্মসৃজন (ওয়েজ) প্রকল্পে হতদরিদ্র শ্রমিকদের কাজের জন্য সরকারিভাবে ২ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ আসে। এতে ২ হাজার ৮শ’ ৯৬ জন শ্রমিক নিয়োগ করা হয়। এর মধ্যে পুরুষ ১ হাজার ২শ’ ৩৯ জন, মহিলা ১ হাজার ৬শ’ ৫৭ জন। ৭টি ইউনিয়নে মোট ১২৬টি প্রকল্প গ্রহণ করা হয়। পুরাতন-নতুন মিলে ৯৬টি রাস্তা সংস্কার, ৩০টি মাঠ ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। সরজমিন রাজারহাট সদর ইউপি’র ১নং ওয়ার্ড-এ কর্মসৃজন প্রকল্পের শ্রমিক রুপিয়া বেগম (৩৮), সাধনা রাণী (৩৫), সুবালা (৪৬) এর সঙ্গে কথা হলে তারা এ প্রতিনিধিকে বলেন, ৪০ দিনের আরও অনেক কাজ করছি। এবারের ৪০ দিনের মতো এত কাজ কোন বছর করতে হয় নাই। দু’একদিন পর পর ইউএনও স্যার আসি কাজ দেখেন। সামান্য ত্র“টি হলে বিল কর্তনের হুমকী দেন তিনি। বাধ্য হয়ে কাজে ফাঁকিতো দূরের কথা, ভালোভাবে কাজ করতে হয়েছে। অপরদিকে নন-ওয়েজ প্রকল্পে অত্র উপজেলায় সরকারিভাবে ২৬ লাখ ৩শ’ ২২ টাকা বরাদ্দ আসে। নন-ওয়েজ প্রকল্পে মোট ২৭টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলো হচ্ছে-ইউড্রেন নির্মান ১৬টি, বাঁশের সাকো ১টি, প্যালাসাইডিং ৮টি ও ২টি টয়লেট নির্মান করা হয়। এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লা নূরী’র কাছে প্রকল্পগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনারা প্রকল্পগুলো সরজমিন পরিদর্শন করলে বুঝতে পারতেন কাজগুলো কেমন হয়েছে। আমার বিশ্বাস অত্র জেলার ৯টি উপজেলার মধ্যে রাজারহাট উপজেলায় ওয়েজ ও নন-ওয়েজের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ