• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন |

জলঢাকার ঝর্ণা দেশের দ্রুততম মানবী হতে চায়

Joldhakaসিসি নিউজ: টানা তিন বছর ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং উচ্চলম্ফে আন্তঃ স্কুল–মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে  চ্যাম্পিয়ন হয়ে আসছেন  ঝর্ণা   আক্তার। হয়েছেন  রংপুর বিভাগীয়  পর্যায়ের চ্যাম্পিয়ন। আর ক’দিন পরে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। আত্মবিশ¡াসী  ঝর্ণা  সেখানেও প্রথম হতে চায়, হতে চায় বাংলাদেশের দ্রুততম মানবী। ঝর্ণা বলেন, সুযোগ পেলে আমি বিকেএসপিতে ভর্তি হয়ে একজন ভাল ক্রীড়াবিদ হতে চাই। জলঢাকা উপজেলার বামনা বামনী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সে। কচুকাটা উত্তর পাড়া দখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ুয়া ঝর্ণা ছোট বেলা থেকেই খেলাধূলায় পারদর্শী। জানা যায় সমাজ সচেতন ঝর্ণা পড়ালেখার পাশাপাশি ২০১০ সাল থেকে প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সহযোগি সংস্থার মাধ্যমে শিশু বিয়ে বন্ধ, নিজ এলাকায় স্বাস্থ্যসন্মত পায়খানা ব্যবহার, জন্মনিবন্ধন, গুনগত প্রাথমিক শিক্ষা প্রসার, গর্ভকালীন চেকআপ ও স্বাস্থ্য কেন্দ্রে সন্তান জন্মদান বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গার্ল পাওয়ার প্রকল্পের অধীনে বালিকা ও যুব ফোরামের নেতা হিসেবে ঝর্ণা শিশু অধিকার, শিশু সুরক্ষা, জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ