• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

নীলফামারীর তিন উপজেলার প্রার্থীদের প্রতিক

ECসিসি নিউজ: আগামী ১৯ ফেব্রুয়ারী প্রথম পর্বের উপজেলা নির্বাচনে নীলফামারীর তিন উপজেলা ডিমলা,জলঢাকা ও সৈয়দপুর উপজেলার নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল দশটা থেকে  বিকালে পাঁচটা পর্যন্ত জেলা রির্টানিং অফিসার ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী উপস্তিত থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বারদ্দ দেন।
ডিমলা উপজেলা
ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ছয় জন প্রার্থী। চেয়ারম্যান পদে এই উপজেলায় প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন তারা হলেন আওয়ামী লীগের তবিবুল ইসলাম (কাপ-পিরিজ), বিএনপি অধ্যাপক রইছুল আলম চৌধুরী (দোয়াত-কলম), জাতীয় পার্টির আব্দুল লতিফ চৌধুরী (মোটর সাইকেল), জামায়াতের উপজেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার (হেলিকপ্টার)ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রবিউল করিম (ঘোড়া) এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাপ্পি (আনারস)।
ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এরা হলেন আওয়ামী লীগের নিরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল), জামায়াতের প্রার্থী মাওলানা মজিবুর রহমান (তালাচাবি) ও স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান রানা (টিয়া-পাখী) ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ছয় জন। এরা হলেন আওয়ামী লীগের  রাহিয়া সরকার (কলস), জামায়াতের আয়েশা সিদ্দিকা (পদ্মফুল), বিএনপির হালিমা বেগম (প্রজাপতি) ও  স্বতন্ত্র প্রার্থী রাফেজা বেগম (হাঁস),শাহাজাদী বেগম (ফুটবল), মোসলেমা বেগম (সেলাই-মেশিন)।
জলঢাকা উপজেলা
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি¦তা করছেন তিন জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেল (চংড়িমাছ), জাসদ ইনুর উপজেলা সভাপতি বর্তমানে উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম আযম এলিজ (মোটরসাইকেল) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ১৯ দল সমর্থিত প্রার্থী  জামায়াত নেতা আলহাজ্ব সৈয়দ আলী (আনারস)।
ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন আওয়ামী লীগের পক্ষে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর (তালা ) ও  জামায়াতে মুরাদ হোসেন (টিউবয়েল) ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি¦তা করছেন তিনজন। এরা হলেন আওয়ামী লীগের কল্পনা রানী (ফুটবল), জামায়াতের রিভা আক্তার (হাঁস) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যাস মাহফুজা সুলতানা (কলস)।
সৈয়দপুর উপজেলা
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। এরা হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার (দোয়াত-কলম) ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের  সভাপতি জাওয়াদুল হক সরকার (আনারস )।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বি¦তা করছেন পাঁচ জন। এরা হলেন আওয়ামী লীগের আজমল হোসেন (তালা) ও আওয়ামী লীগের অপর প্রার্থী মো. হিটলার চৌধুরী ভলু (উড়োজাহাজ), এছাড়াও বিএনপির সাইদুল ইসলাম বাবলু (টিউবয়েল)স জাতীয় পাটির ফয়েজ আহমেদ (মাইক ) এবং জাসদ (ইনু) এ্যাডভোকেট সুজাউদ্দৌলাহ্ ওরফে সুজা (চশমা )।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। এরা হলেন  আওয়ামী লীগের সানজিদা বেগম লাকী (পদ্মফুল) ও আওয়ামী লীগের অপর প্রার্থী কাজী জাহানারা বেগম (হাঁস), বিএনপির রওনক জাহান রেনু আফজাল (কলস), জাতীয় পাটির মোছা. মঞ্জুয়ারা বেগম (সেলাই-মেশিন)  এবং  ইউনাইটেড কমিউনিস্ট লীগের কামরুল নাহার ইরা (প্রজাপতি)।

কিশোরীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
দ্বিতীয় পর্বের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিনে ঋণ খেলাপীর দায়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা  ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলা রির্টানিং অফিসার এসএএম রফিকুন্নবী জানান, দ্বিতীয় পর্বের উপজেলা নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রার্থীদের ২ ফেব্র“য়ারী (রবিবার)  মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে চেয়ারম্যান পদে ৯জন, ও ভাইস-চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীছিলেন। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান পদে আবু আলম নামের এক প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। এখন এখানে চেয়ারম্যান পদে ৮জন ও ভাইস০চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র মতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এহাছারুল হক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকীর হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির জেলা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সদস্য বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আ,ফ,ম শাওনুল হক শাওন, উপজেলা জাতীয় পাটির সভাপতি রশিদুল ইসলাম, তপন কুমার সরকার(স্বতন্ত্র)
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ইলিয়াছ মিয়া(জাতীয় পাটি), মহম্মদ জনাব আলী (জাতীয় পার্টি), উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম( আওয়ামী লীগ), আ,ফ,ম রুহুল আমিন(জামায়াত) ,মাসুদ রানা(স্বতন্ত্র) ও শাহ আব্দুর রহমান মুরাদ স্বতন্ত্র)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম(আওয়ামী লীগ),শিরিনা আক্তার(স্বতন্ত্র)ও নাছিমা সরকার রিতা(স্বতন্ত্র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ