• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন |

লালমনিরহাটে দিনকাল প্রতিনিধিকে ‘বেষ্ট রিপোর্টার্স এ্যাওয়ার্ড’ প্রদান

JUWAL-1লালমনিরহাট  প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গার্লস পাওয়ার প্রকল্পের আওতায় বালিকা ও যুবনারী সম্মেলনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক দিনকাল প্রতিনিধি হাসানুজ্জামান জুয়েল কে ‘বেষ্ট রিপোর্টার্স এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বেসরকারী সংস্থা প্রফিট ফাউন্ডেশন, ফিডা, ছায়াপথ, অরণ্য ও ফ্রেন্ডস প্রোগ্রাম এর আয়োজনে ‘রূপান্তর’ এর সহযেগিতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে সকাল ১১টায় তুষভান্ডার আর এমএমপি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে এ সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহির তাহু,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম সেবি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর লালমনিরহাট প্রোগ্রাম ইউনিটের কো-অর্ডিনেটর কাজী আঃ কাদির, রূপান্তর এর গার্ল পাওয়ার প্রোজেক্টের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জুয়েল, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরজ্জামান আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনকাল প্রতিনিধি হাসানুজ্জামান জুয়েল এর হাতে ‘বেষ্ট রিপোর্টার্স এ্যাওয়ার্ড’ পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, বেসরকারী সংস্থা রূপান্তর এর গার্লস পাওয়ার প্রজেক্টের অধীনে ২০১১ সাল থেকে কাজ করে এবং এ বিষয়ে সংবাদ পরিবেশনসহ নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের জন্য এই প্রথম সাংবাদিকদের মধ্যে তিনজন কে এ সম্মাননা প্রদান করে। অপর দু’জন হচ্ছেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু (ভোরের কাগজ), নিয়াজ আহম্মেদ শিপন (উত্তর বাংলা ডট কম)। সম্মাননা শেষে ভিডিও প্রদর্শণী, বিশেষ নাটক ও কারাতে প্রদর্শণী সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ