• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন |

দিনাজপুর সীমান্তে বিজিবি ৪৪ লাখ ৩৯ হাজার টাকার মালামাল আটক

BGB-1ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০বডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল গত ৪ দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ লাখ ৩৯ হাজার টাকার মাদকসহ মালামাল আটক করেছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল প্রকৌশলি লুৎফুল করিম জানায়, গত ১লা ফেব্রুয়ারী থেকে ৪ ফেব্র“য়ারী পর্যন্ত গোপন সংবাদের ভিক্তিতে দিনাজপুরের বিরামপুরসহ বিভিন্ন উপজেলার  সীমান্তবর্তী  এলাকায় অভিযান চালিয়ে, ৪৪লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় মাদকসহ অন্যান্য মালামাল আটক করা হয়। তার মধ্যে ১লা ফেব্রুয়ারীতে ৯ লাখ ৭ হাজার ৫০০টাকা ফেন্সিডিল ৪০ বোতল, মটকসাইকেল ২টি, ভায়াগ্রো ট্যাবলেট ৮হাজার ২শত পিচ, বউ টুপি ৭২০ পিচ, ২ ফেব্রুয়ারীতে ৫ লাখ ৯০ হাজার ৭৩০ টাকার কফ সিরাপ ৪৫০ বোতল, কসমেটিক ১১১ আইটেম. বউ টুপি ২৩টি, হললেক ২০টি, সিরাপ ৩ বোতল, ক্রোনেট ১ কেজি, কাটিগেন ২ ডজন, ইনেজকশন ১২০ পিচ, ভায়াগ্রারা ট্যাবলেট ৩৪ হাজার ৩শত, হিরোইন ৭৮০ পুরা। গত ৩ ফেব্র“য়ারী ১ লাখ ৬২ হাজার ৫৫০ টাকার ভারতীয় মদ ৬ বোতল, বিয়ার ৫ বোতল, ফেন্সিডিল ৬ বোতল, সিনগ্রারা ট্যাবলেট ৫শত পিচ আটক করেন। তিনি আরো বলেন অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা স্ম্ভাব হয়নি। তবে সীমান্তের এলাকায় চোরাচালন দমনে বিজিবি সদস্যরা দিন রাত্র অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ