• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন |

হাকিমপুরে পেট্রোল বোমায় ঝলসে গেছে কিশোরী জলি’র শরীর

Petrol bomaদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মামার বাড়ীতে বেড়াতে এসে পেট্রোল বোমা হামলার শিকার হয়েছেন জলি আক্তার টলি (১৮) নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে দিনাজপুর জেলার হিলি হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, নওগাঁ সদর উপজেলার মঙ্গলপাড়া গ্রামের অধিবাসী কিশোরী জলি আক্তার টলি তার মামার বিয়ে খেতে গত দু’দিন আগে হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামে বেড়াতে আসে। মেয়েটি খুব সুন্দর হওয়ায় এলাকার কিছু দুর্বৃত্ত তাকে দেখার পর থেকে তার পিছু নেয়। বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে মেয়েটি ধরতে যায়। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে দৌড়ে ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার গোটা শরীর জ্বলসে যায়। তার শুনতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ