• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন |

সরকার এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না-হানিফ

Kurigram  Mahbubul Alom Hanif Vt-1 001শাহ আলম, কুড়িগ্রাম: আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না। সরকারের প্রতি দেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে আমেরিকান একটি সংস্থার জরিপে সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল, তারাই এখন বলছে এ সরকারের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে।
বিএনপির সাথে সংলাপের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এই সরকারকে অবৈধ বলেছে কাজেই তাদের সাথে সংলাপের কোন সুযোগ নেই। আগে সরকারের বৈধতা স্বীকার করুক তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখা হবে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মাহবুব উল আলম হানিফ শনিবার দুপুরে কুড়িগ্রাম অফিসার্স ক্লাব মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক বানিজ্যমন্ত্রী ফারুক খান এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাফর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ