• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

যৌতুকে শীর্ষে ময়মনসিংহ

nirjaton-4ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সারাদেশের ৬৪টি জেলার মধ্যে যৌতুকের মামলায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।

রোববার ১০ম সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবসের বৈঠকে লিখিত উত্তরদানের সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যৌতুক নিরোধ আইনের অধীন বিচারাধীন মামলা নিষ্পত্তি সংক্রান্ত জেলাওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় এ সংক্রান্ত সবচেয়ে বেশি মামলা রয়েছে। এ জেলায় মামলার পরিমান ২ হাজার ৮৭৬টি।’

মন্ত্রী এসময় আরো জানান, মামলার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা। এ জেলায় মামলা আছে ২ হাজার ৫৪২টি। ১ হাজার ৭৭৪টি মামলা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে একই বিভাগের মাগুরা জেলা। চতুর্থ অবস্থানের জেলা হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলা। এ জেলায় যৌতুকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে ১ হাজার ৭৩০টি।

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নে উল্লেখ আছে, (ক) যৌতুক নিরোধ আইনের অধীনে সারাদেশে বর্তমানে কতটি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে; জেলা-ওয়ারি উহার হিসাব কি; (খ) কবে নাগাদ মামলাগুলি নিষ্পত্তি সম্ভব হবে?

এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, (ক) যৌতুক নিরোধ আইনের অধীন সরাদেশে বর্তমানে ৪৬ হাজার ৭৫৪ টি মামলা বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। (খ) বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হওয়ায় মামলাসমূহের বিচার আদালতের নিজস্ব স্বাভাবিক গতিতে সম্পন্ন হচ্ছে। মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এ সম্পর্কে যা করণীয় তা করা হবে। তবে মামলাগুলি নিষ্পত্তির বিষয়টি স্ব স্ব আদালতের উপর নির্ভরশীল বলে মন্ত্রী জানান।

মন্ত্রীর দেয়া তথ্যপত্রে দেখা গেছে, যৌতুক নিরোধ আইনের অধীন বিচারাধীন মামলা নিষ্পত্তি অপেক্ষায় আছে, ঢাকা বিভাগে ৭ হাজার ১৬৭টি, বরিশাল বিভাগে ৫ হাজার ৪২টি, রাজশাহী বিভাগে ৫ হাজার ৮২৬টি।

এ তিন বিভাগের জেলা ব্যতীত অন্যন্য জেলার এ আইনের মামলার সংখ্যা ২৮ হাজার ৭১৯টি। উল্লেখ্য, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের মামলার মোট সংখ্যা ১৮ হাজার ৩৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ