• বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

হিলিবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Hiliদিনাজপুর প্রতিনিধি: হিলি স্থলবন্দরের শূন্যরেখা হতে ভারত অংশে রাস্তা সংস্কার কাজের কারণে রোববার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে রোববার সকাল থেকেই বন্ধ হয়ে যায় দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে রোববার দুপুরের দিকে বিশেষ ব্যবস্থায় ২০/২৫টি পিঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
ভারত অংশের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল জানান, সীমান্তের শূন্যরেখা থেকে ৩শ’ মিটার পর্যন্ত হিলির অভ্যন্তরে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ করছে। এছাড়াও পণ্যরপ্তানিতে প্রতিবন্ধকতা হওয়ায় রাস্তার দু’পাশের গাছগুলির ডালপালা অপসারণ করা হচ্ছে। এর ফলে  রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তিনি আরো জানান, রাস্তা সংস্কার কাজ আগামী শুক্রবারের আগেই শেষ হলে তখন থেকেই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু করা হবে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বিষয়টি চিঠি দিয়ে তারা আমাদের জানিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছে, রাস্তা সংস্কারের কারণে  রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা পণ্য রপ্তানি না করার আহ্বান জানিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শনিবার থেকে আবার ও দু’দেশের মধ্যে পণ্যপারাপার হবে। আব্দুর রহমান আরো জানান, রাস্তা সংস্কার ও প্রশস্ত হওয়ার ফলে এ বন্দর দিয়ে পণ্য বাণিজ্য আরো গতিশীল হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন অর রশীদ হারুন জানান, রাস্তা সংস্কারের কারণে হঠাৎ করেই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করায় আমাদের অনেক কাঁচামালবাহী ট্রাক ভারত অংশে আটকা পড়েছে। এতে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
হিলি শুল্কস্টেশনের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে প্রতিদিন প্রায় ৫০-৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। বন্দর দিয়ে ৬ দিন পণ্যপারাপার বন্ধ থাকার ফলে সরকারের প্রায় সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আদায় কম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ