• বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

বিএনপি পাকিস্তানের স্বার্থ রক্ষা করে চলেছে: হাছান মাহমুদ

Hasan Mahamudঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে পাকিস্তানের স্বার্থ রক্ষা করে চলেছে। এ জন্য তাঁদের পাকিস্তানগামী ট্রেনে পাঠিয়ে দেওয়া হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে সোমবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রোববার বিকেলে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেনে চড়তে পারেননি। তিনি ইন্ডিয়ান ট্রেনে চলেছেন। সেই ট্রেনের গার্ড, টিটি, স্পিকার সবাই ইন্ডিয়ান। তাঁদের সঙ্গে জনগণ নেই।’ রিজভীর এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতা রিজভী আহমেদ বলেছেন, ‘আমরা নাকি ভিনদেশি ট্রেনে আরোহণ করেছি। তাঁর বক্তব্যে তিনি জাতীয় সংসদ, স্পিকার ও বাংলাদেশকে অপমান করেছেন।’

তিনি বলেন, ‘বিএনপি এখন সংসদেও নেই, রাজপথেও নেই। আছে শুধু সংবাদ সম্মেলনে। বিএনপির নেতাদের বলব, আয়নায় নিজেদের চেহারাটা দেখুন। তাঁরা বাংলাদেশকে ভালোবাসেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, জামায়াত তাঁদের নির্বাচনী জোট। এ জন্যই জামায়াত জাতীয় নির্বাচনে না আসায় বিএনপিও আসেনি। অর্থাৎ বিএনপি এখন স্বাধীনতাবিরোধী ও জঙ্গিদের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য তাঁদের পাকিস্তানগামী ট্রেনে পাঠিয়ে দিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন তাঁর দলের খুন-গুমের তালিকা প্রকাশের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে ওই খুন-গুম তাঁরাই করেছেন। এখন এর জন্য আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করছেন। তাঁদের সহিংসতায় নিহতদের তালিকায় আরও নাম যুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন ঠেকাতে গিয়ে বিএনপি নিজেই ঠেকে গেছে। ধ্বংসের রাজনীতি করতে গিয়ে এখন তারা সংসদেও নেই, রাজপথেও নেই।’

তিনি আরো বলেন, ‘কোনো কিছু না পেরে বিএনপি এখন সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে। তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে ভারতে থাকা ২০ কোটির বেশি মুসলমানের জীবন হুমকির মুখে ফেলতে চায়। এ সবই জামায়াতের চক্রান্ত। বিএনপির উচিত এ সব বিষয়ে নিজেদের মূল্যায়নে কাজ করা।’

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সহ-সম্পাদক জাকির হোসেন, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ