• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাসে পরিবর্তন

boardঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাস পরিবর্তন করা হয়েছে। শিক্ষার হালনাগাদকৃত ১৫টি বিষয়ের সিলেবাস এবং নতুন ৬টি বিষয়ের সিলেবাস অনুমোদন করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষাসচিব ড কামাল আবদুল নাসের চৌধুরী। হালনাগাদকৃত বিষয় ১৫টি হলো- এগ্রোবেসড ফুড (২) জেনারেল ইলেকট্রনিক্স (৩) অটোমোটিভ (৪) বিল্ডিং মেইনটেন্যান্স / সিভিল কন্সট্রাকশন (৫) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (৬) ড্রেস মেকিং (৭) ফার্ম মেশিনারি (৮) ফিস কালচার এন্ড ব্রিডিং / শ্রিম্প  কালচার এন্ড ব্রিডিং (৯) ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন (১০) জেনারেল মেকানিক্স (১১) পোল্টি রিয়ারিং এন্ড ফার্মিং (১২) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস / ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস (১৩) রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (১৪) ফ্লাওয়ার, ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন (১৫) ওয়েল্ডিং এন্ড ফ্রেব্রিকেশন।
নতুন প্রণয় ৬টি বিষয় হলো- সিভিল ড্রাফটিং উইথ ক্যাড (২)  মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড (৩) লাইফস্টক রিয়ারিং এন্ড ফার্মিং (৪) পেশেন্ট কেয়ার (৫) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (৬) আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড।
সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আশীষ কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, আগামী মে মাসে অনুষ্ঠিতব্য দশম এনটিআরসিএ পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ