• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন |

জীবাণুকে ছেঁটে ফেলা রাষ্ট্রের দায়িত্ব- তথ্যমন্ত্রী

Inuঢাকা: ‘মানুষের ক্যান্সার হলে তার থেকে প্রতিকারের জন্য কখনো কখনো শরীরের অঙ্গ কেটে ফেলতে হয়। তেমনই সমাজ যখন দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা ও সাম্প্রদায়িকতার মতো ক্যান্সার জীবাণুর দ্বারা ক্ষতিগ্রস্থ হতে থাকে তখন সেই সব জীবাণুকে ছেঁটে ফেলা রাষ্ট্রের দায়িত্ব। সমাজকে সুস্থ-সবল রাখতে, এসব জীবাণুর বিষক্রিয়া নষ্ট করে দিতে রাষ্ট্রকে আরো কঠোর হতে হবে।’

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ক্যান্সার বিষয়ক একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ক্যান্সারবিডিডটকম নামের এই ওয়েবসাইটটি ক্যান্সার বিষয়ক দেশের প্রথম বাংলা ভাষার ওয়েবসাইট।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘গণমাধ্যমের প্রচারণা, সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনারা সবাই ক্যান্সার সম্পর্কে জেনেছেন। একটা সময় ছিল যখন ক্যান্সারকে মৃত্যু দূত মনে করা হতো। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান বলছে ক্যান্সারের প্রকার ও লক্ষন সনাক্ত করতে পারলে অনেক ক্যান্সারেরই প্রতিকার করা সম্ভব। এই বিষয়ে জনসচেতনতা আরো বাড়াতে হবে। ক্যান্সারের চিকিৎসা ও এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে এবং ক্যান্সারের প্রতিকারে কি কি করণীয় সেটা মানুষকে জানাতে হবে।’

ক্যান্সার বিষয়ে সরকারকে আরো আন্তরিক ও যুগপোযোগী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখনো প্রতিদিন অনেক মানুষে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই রোগের চিকিৎসা ব্যয় অনেক বেশি। ধনীদের পক্ষে এর চিকিৎসা করা সম্ভব হলেও দরিদ্রদের পক্ষে তা অসম্ভব। সরকারের উচিৎ সারা দেশের উপজেলা পর্যায়গুলোতে ক্যান্সারের আধুনিক চিকিৎসার প্রসার ঘটানো। এটা সরকারের দায়িত্ব। এছাড়া ক্যান্সারের ওপর দেশে আরো বেশি বেশি গবেষণা করার ক্ষেত্রও তৈরি করতে হবে।’

ক্যান্সারবিডিডটকমের উদ্যোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এই ওয়েব পোর্টালে ক্যান্সারের প্রকার, লক্ষণ, ডায়াগনোসিস, চিকিৎসা ছাড়াও ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, চিকিৎসকদের তালিকা ও ওষুধের আদ্যপান্ত রয়েছে। একই সঙ্গে রোগী ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে অনলাইনে বিনামূল্যে পরামর্শ করার সুযোগ পাবেন। এছাড়াও প্রতিনিয়ত সংযোজিত হতে থাকবে দেশ-বিদেশে ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সব সংবাদ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সারবিডিডটকমের মূল উদ্যোক্তা ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাফে সাদনান আদেল। উপস্থিত ছিলেন ওয়েব পোর্টালটির অন্যতম মূল উদ্যোক্তা মোহাম্মদ মামুন হোসাইনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ