• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

কেজরিওয়ালের পদত্যাগ দুর্ভাগ্যজনক: আন্না

Annaআর্ন্তজাতিক ডেস্ক :  দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দুর্নীতি বিরোধী আন্দোলনে কেজরিওয়ালের রাজনৈতিক গুরু আন্না হাজারে একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডির প্রধান লালুপ্রসাদ যাদব বলেছেন, কেজরিওয়াল জানতেন যে বিপুল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ করতে পারবেন না। তাই দায়িত্ব এড়ালেন। বিজেপির বিধায়ক ও দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা হর্ষবর্ধন বলেন, গদি ছাড়তেই হতো কেজরিকে। ফন্দিফিকির খুঁজছিলেন তিনি এবং সেটাই পেয়ে গেলেন।  তিনি আরো বলেন,  অবৈধ বিল সরকার নিয়ে এলে দলই তা সমর্থন করতে পারে না।
দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, কেজরিওয়াল সরকারের পদত্যাগে এক বড় ধরনের নাটকের অবসান হলো। তিনি পালানোর পথ খুঁজছিলেন। এখন শহীদের ভূমিকায় অভিনয় করছেন। বিজেপি নেতা বিজয় গোয়েল বলেন, গোটা ব্যাপারটাই সাজানো। কেজরিওয়ালের কীসের এত তাড়া ছিল? সাধারণ মানুষকে দেয়া তার প্রতিশ্রুতিগুলোর এখন কী হবে? শুক্রবার দিল্লি বিধানসভায় জনলোকপাল বিল পেশ হওয়ার পর ভোটাভুটিতে তা খারিজ হয়ে যায়। ৭০ সদস্যের বিধানসভায় কংগ্রেস ও বিজেপির ৪২ জন সদস্য বিল নিয়ে আপত্তি তোলেন। এর প্রতিবাদে রাতেই তিনি উপ-রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে আসেন। বিধানসভা ভেঙে দেয়ারও দাবি জানান কেজরিওয়াল। তবে জানা গেছে, কেজরিওয়াল সুপারিশ করার পরও বিধানসভা নাও ভাঙা হতে পারে। সে ক্ষেত্রে সব থেকে বড় দল বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে।– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ