• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন আজ

Chattoঢাকা: ‘রুখবো শিক্ষা বৈষম্য, সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী আগ্রাসন, গড়বোই স্বদেশ মুক্তিযুদ্ধের চেতনায়’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন।
আজ শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার সঙ্কট উত্তরণে সার্বজনীন, গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ডাকে এ সম্মেলন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী। পরে একটি সুসজ্জিত র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হবে।
সমাবেশে শেষে বিকেলে রাজস্মারক ভাস্কর্যের পাদদেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।  ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টিএসসি মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি এসএম শুভ এবং সাধারণ সম্পাদক হাসান তারেক এক বিকৃতিতে ৩৬তম জাতীয় এ সম্মেলন সফল করার আহ্বান জানান।
উল্লেখ, বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী এ সংগঠনটি ১৯৫২ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ