• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

৪৪ বছর ধরে কেরোসিন যার জন্য ঔষধ!

66158_1নিউজ ডেস্ক: অসুস্থ থাকলে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খেয়ে থাকি। এটাই সাধারণ ঘটনা। আমাদের চিকিৎসা প্রযুক্তি আজ এতো উন্নত যে কিছু মারাত্মক রোগ বাদে সকল রোগের ঔষধ আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি। কিন্তু কেরোসিন ও গ্যাসোলিন যে ঔষধ হিসেবে কাজ করতে পারে তা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারেননি। এবং কেরোসিন ও গ্যাসোলিনকে ঔষধ হিসেবে মানতে পারবেন না কোন ডাক্তারও। কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে চীনে। চীনের শুইজিয়াং এলাকার ৭৩ বছর বয়েসি এক ব্যক্তি ‘চ্যান জেজুন’ গত ৪৪ বছর ধরে কেরোসিন ও গ্যাসোলিন পান করে আসছেন ঔষধ হিসেবে।
চ্যান চীনে পাথর ভাঙ্গা এবং কাঠের কাজ করে জীবনযাপন করেন। তিনি মাসে প্রায় ৩-৩.৫ লিটার কেরোসিন ও গ্যাসোলিন পান করেন। তিনি কেরোসিন ও গ্যাসোলিন নিজের শারীরিক অসুস্থতার ঔষধ হিসেবে পান করে আসছেন ১৯৬৯ সাল থেকে। ১৯৬৯ সালে তিনি যখন প্রথম অসুস্থ হন তখন তার কাশির জন্য গ্রামের লোকজন তাকে কেরোসিন খাওয়ার পরামর্শ দেন। সেই থেকে শুরু। প্রথম কাপ কেরোসিন খেয়ে চ্যান অনেক অসুস্থ বোধ করে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে তিনি নিজেকে অনেক সুস্থ আবিষ্কার করে। এরপর থেকে তিনি একটু বেশি অসুস্থ হয়ে পরলেই কেরোসিন পান করতেন। ২০০১ সাল থেকে তিনি কেরোসিনের পরিবর্তে গ্যাসোলিন পান করা শুরু করেন। কারণ ২০০১ সাল থেকে ইলেকট্রিসিটি তার গ্রামে আসার পর থেকে কেরোসিন অনেক দুর্লভ হয়ে যায়। ধারণা করা হয় তিনি আজ পর্যন্ত প্রায় ১.৫ টন কেরোসিন ও গ্যাসোলিন পান করেছেন।
২০১১ সালে তাকে একজন অ্যাসিস্ট্যান্ট হসপিটাল এসোসিয়েটের পরীক্ষার জন্য আনা হয়। হসপিটাল এসোসিয়েট ফেং ফু চ্যানের দেহে যক্ষ্মা বাদে অন্য কোন সমস্যা পান নি। তিনি বলেন আজ পর্যন্ত চ্যান যত কেরোসিন ও গ্যাসোলিন পান করেছেন তাতে তার শরীরের অনেক মারাত্মক সমস্যা হওয়ার কথা ছিল যা হয়নি। চ্যানের শরীর নিজের ইমিউন সিস্টেমের সাথে কেরোসিন ও গ্যাসোলিন মানিয়ে নিয়েছিল। তা না হলে চ্যানের মৃত্যু পর্যন্ত হতে পারতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ