• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন |

নকল সরবরাহের দায়ে শিক্ষকের জেল

Teacherকুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে প্রশ্নফাঁস ও নকল করতে সহযোগিতার অভিযোগে ইসলাম হোসেন নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি খলিষাকুণ্ডি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোকতার হোসেন রোববার দুপুরে তাকে এ কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোববার এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে ওই শিক্ষক পরীক্ষার প্রশ্ন কেন্দ্রের বাইরে নিয়ে যায়। পরে প্রশ্নগুলোর সমাধান করে তা কার্বন কপির মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করার সময় তাকে আটক করা হয়।
পরে ওই শিক্ষককে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইনের (১৯৮০) ৮ ও ৯ ধারা অনুযায়ী দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ