• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন |

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

Square Pharmaঅর্থ-বাণিজ্য ডেস্ক: শেয়ারবাজারের অন্তর্ভুক্ত স্কয়ার ফার্মা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থান করে নিয়েছে। কোম্পানিটির সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া সাপ্তাহিক লেনদেনে স্থান করে নিয়েছে ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা, জ্বালানি ও বিদ্যুৎ এবং যোগাযোগ খাতের কোম্পানি।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানির লেনদেন বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেন বেড়েছে ১ দশমিক ৭২ শতাংশ, চতুর্থ স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের ৩ দশমিক ৮৭ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, ৬ষ্ঠ স্থানে থাকা যমুনা অয়েলের ২ দশমিক ৯৫ শতাংশ, সপ্তম স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের ২ দশমিক ৭৯ শতাংশ।

অষ্টম স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইনান্সের ২ দশমিক ৬৬ শতাংশ, নবম স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেকের ২ দশমিক ৫৮ শতাংশ এবং দশম স্থানে থাকা ২ দশমিক ২০ শতাংশ লেনদেন বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ