• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন |

শিবগঞ্জে কলাগাছের শহীদ মিনারে শ্রদ্ধা

thakurgaon sohid minar pic-1 _44747ঠাকুরগাঁও: কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শিবগঞ্জের দুই শতাধিক শ্রমিক। শুক্রবার অধিক বীজ উৎপাদন কেন্দ্র ও বিসিআইসি বাফার সার গুদামের শ্রমিকরা শ্রদ্ধা জানান।

অধিক বীজ উৎপাদন কেন্দ্র ও বাফার গুদামের শ্রমিকেরা জানান, গুদামের আশে-পাশে কোন শহীদ মিনার না থাকায় তারা দূরের কোন মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারছিলেন না। তাই তারা গুদামের পাশেই একটি শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন। তিন টুকরো কলা গাছ মাটিতে পুঁতে তৈরি করেন তিনটি মিনার। রঙিন কাগজ, বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে দেয়া হয় প্রতিটি মিনার।

গুদামের শ্রমিক মো. হাবিবুর রহমান বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। হাতে সময় একেবারেই পাওয়া যায় না। তাই শহীদদের শ্রদ্ধা জানাতে এখানেই একটি মিনার তৈরি করি। এতে শ্রদ্ধা জানানো হলো, কাজেরও কোন ক্ষতি হলো না।

শিবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের পরিচালক নাসিম শেখ ও বাফার গুদামের ইনচার্জ মো. আসাদুজ্জামান খান বলেন, এখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করা গেলে ভালো হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ