• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৪ অপরাহ্ন |

হাকিমপুরে আ’লীগ প্রার্থী নির্বাচন: ভোটের আগে ভোট

Awamili Flagহিলি প্রতিনিধি: তৃণমূলের ভোটের মাধ্যমে হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল জেলা ও উপজেলা আওয়ামীলীগ। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন চেয়ারম্যান পদে ৯৯টি দলীয় ভোট পেয়ে নির্বাচিত হন। মোট ১৫৫ জন ভোটারের মধ্যে ১৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ উল্লেখ্য উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একাধিক প্রার্থী হয়। এ অবস্থায় নির্বাচনে একক দলীয় প্রার্থী চূড়ান্ত করতে প্রার্থীদের নিয়ে তিন দফা সমঝোতা বৈঠক করা হয়। কিন্তু বৈঠকে কেউ কাউকে ছাড় না দেওয়ায় পরে জেলা আওয়ামীলীগের উপস্থিতিতে তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার সিন্ধান্ত হয়। তিনি জানান, তৃণমূলের ১৫৫ জন ভোটার প্রার্থী নির্বাচনে ভোট প্রদান করেন। সেখানে হারুন ৯৯ ভোট পেয়ে দলীয় একক প্রাথী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্ধি সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ ৪২ ভোট পান। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ৮৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিনা নার্গিস। প্রার্থী নির্বাচনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন মুন্সীসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ