• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :

হাতীবান্ধায় এনজিও’র দালালী করতে গিয়ে……….

Lalmonirhatলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে উঠেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভগ্নিপতি নুরনবী। শুক্রবার সকালে ফুল দিতে আসা বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন এ ঘটনায় কিছুক্ষণের জন্য শহীদ মিনারে ফুল দেয়া বর্জন করেন। পরে তারা আবার ফুল দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা শহীদ মিনারে উপজেলা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফুল দেয়ার জন্য মাইকে ঘোষনা দেয়া হয়। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ সংসদ সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভগ্নিপতি নুরনবী বিদ্যালয়গুলোর আগে এনজিও ‘প্ল্যান বাংলাদেশ’র নাম ঘোষনা করেন। এতে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ করলে সাবেক প্রতিমন্ত্রীর ভগ্নিপতি নুরনবী তাদের উপর চড়াও হয়ে উঠে। এ সময় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন শহীদ মিনারে উপস্থিত ছিলেন। বিক্ষুপ্ত জনতা প্ল্যান বাংলাদেশ’র দালালদের ধর ধর বলে চিৎকার করলে সাবেক প্রতিমন্ত্রীর ভগ্নিপতিসহ উপস্থিত প্ল্যান বাংলাদেশ’র কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনার থেকে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন কিছুক্ষণের জন্য শহীদ মিনারে ফুল দেয়া বর্জন করেন। পরে তারা আবার ফুল দিয়ে প্রতিবাদ সভা করেন। এ সময় উপস্থিত সবাই ‘এনজিও প্ল্যান বাংলাদেশ’কে হাতীবান্ধা থেকে বিতারিত করার ঘোষনার পাশাপাশি এনজিও’র দালালদের বিচার দাবী করেন।
সাবেক প্রতিমন্ত্রীর ভগ্নিপতি নুরনবী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। প্ল্যান বাংলাদেশ’র লালমনিরহাট ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান ও গণমাধ্যম কর্মকর্তা জোসেফিন গাইন জানান, তারা এ বিষয়ে তেমন কিছুই জানেন না। এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা স্বাকীর করে জানান, আগামীতে এধরনের ঘটনা আর ঘটবে না।

Hasan Mahmud
The Lalmonirhat
Central Shaheed Minar of Lalmonirhat district hatibandha school teachers and students in a variety of flowers during the raid on the former Primary and Mass Education Motahar Hussein became nuranabi bhagnipati . Teacher and student of the School of phulate Friday morning incident at various organizations refused to give flowers to the Shaheed Minar for a little while . With the flowers after they protested at the event .

Witnesses hatibandha Shaheed Minar Upazila Parishad and various educational institutions in the name of political party, announced microphone etc are to flower . But the local Awami League MP , former Minister for Primary and Mass Education, School of Motaher Hussein before nuranabi bhagnipati NGO Plan Bangladesh ‘s name was announced . If teachers and students attended the protest became a former minister bhagnipati nuranabi impinge upon them . Were present at the time of the former State Minister Motahar Shaheed Minar . Plan biksupta Janata Bangladesh ‘ kin cry down the middle of the present and former minister bhagnipatisaha Plan Bangladesh ‘s officers – employees fled from the Shaheed Minar . Teacher and student of the event in protest at the Shaheed Minar and the flowers are a little different organizations refused . After they had a meeting with the flowers . Everyone present at the NGO Plan Bangladesh , as well as the announcement of a hatibandha expelled from the NGO brokers justice .

Denies the allegations against him, said the former minister bhagnipati nuranabi , was just a misunderstanding .

Plan Bangladesh ‘s Nilphamari unit manager and media officer josephina gaina Mahfuza Rahman said , they do not know nothing about it .

In this context , the executive officer of hatibandha sbakira Mahbubur Rahman told the truth at the event , in the future, such events do not happen anymore .


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ