• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

উদ্ভাবিত পণ্যের স্বয়ংক্রিয় নিবন্ধন সেবার উদ্বোধন

amir hossainঅর্থ-বাণিজ্য ডেস্ক: শিল্প মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) দেশের মেধা সম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবাখাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনে স্বয়ংক্রিয় সেবা পদ্ধতি (ইন্ডাষ্ট্রিয়াল প্রপার্টি অটোমেটেড সিষ্টেম) চালু করেছে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়।

ডিপিডিটি’র রেজিষ্টার জামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপিডিটি’র উপ রেজিষ্টার ইলিয়াস ভূঁইয়া, বিশ্ব মেধা সম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) প্রতিনিধি আদেল বাকু আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, মেধা ও সৃজনশীলতায় বাঙালি জাতির বরাবরই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে। দেশের অনেক প্রতিভাবান মানুষ গবেষণা ও আবিষ্কারে শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা ইতোমধ্যে পাটের জেনোম সিকোয়েন্স উদ্ভাবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চালকবিহীন ড্রোন আবিষ্কার এবং এর সফল পরীক্ষা চালিয়েছে। উপযুক্ত পরিবেশ পেলে তারা উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব জয় করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বর্তমান পৃথিবীতে বুদ্ধিভিত্তিক সম্পদের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তি-নির্ভর আলোকিত সমাজ বিনির্মাণে এ খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বিষয়টি জরুরী বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ডব্লিউআইপিও উদ্ভাবিত আন্তর্জাতিকমানের সফ্টওয়্যার ব্যবহার করে এ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) এতে কারিগরি সহায়তা প্রদান করেছে। এটি চালুর ফলে সেবা গ্রহীতারা দ্রুত রেজিস্ট্রেশন সেবা  এবং তাদের নথির অবস্থান, কতদিনের মধ্যে তা নিস্পত্তি হবে ইত্যাদি বিষয় জানতে পারবেন।  এছাড়া এর মাধ্যমে পণ্যের উদ্ভাবকরা উপযুক্ত রয়েলটি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ