দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন বীরগঞ্জের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আখতারুল ইসলাম চৌধুরী বাবলু ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত আলী টুটুল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃনমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আমিনুল ইসলামকে ঘোষণা করা হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোঃ আখতারুল ইসলাম চৌধুরী বাবলু নিজেকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারনা চালায়। এ কারণে জেলা আওয়ামী লীগের জরুরী সভায় দলীয় সিদ্ধান্ত অমান্য, তৃনমুলের মতামতের অবমূল্যায়ন ও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা করায় আখতারুল ইসলাম চৌধুরী বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মোঃ পারভেজ হোসেনকে ঘোষণা করা হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোঃ লিয়াকত আলী টুটুল নিজেকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারনা চালানোর কারণে জেলা আওয়ামী লীগের জরুরী সভায় লিয়াকত আলী টুটুলকেও দল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ২৬.০১.২০১৪ তারিখে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়।