• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন |

পঞ্চগড়ে ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

SSCসিসি নিউজ: জেলার বোদা উপজেলার পাইলট স্কুল এন্ড কলেজে কেন্দ্র সচিবের অবহেলায় ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি অভিভাবকরা জানতে পারলে তারা সন্তানদের ফলাফলের বিষয়ে উদ্বিগ্ন হয়ে ঢাকা পঞ্চগড় মহাসড়ক বিকেল ৫ টা হতে অবরোধ করে রাখে।
চলতি বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় আজ মঙ্গলবার জীব বিজ্ঞান সৃজনশীল পরীক্ষায় বোদা পাইলট স্কুল এন্ড কলেজে কেন্দ্র সচিবের অবহেলায় ভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর বোর্ডের জীব বিজ্ঞান ১মপত্র পরীক্ষায় “ক”সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বোদা পাইলট স্কুল এন্ড কলেজর কেন্দ্র সচিব ও ওই স্কুলের প্রধান শিক্ষক জামিউল হকের দায়িত্বহীনতার কারণে “খ” সেটে অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে ১৬২ জন শিক্ষার্থী জীব বিজ্ঞান ১ম পত্র সৃজনশীল পরীক্ষায় অংশগ্রহণ করে। এব্যাপারে বোদা মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব জামিউল হক ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণ করার সত্যতা স্বীকার করেন। বোদা কেন্দ্রের কেন্দ্র পরিদর্শক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার জানান, ক-সেটের পরীক্ষা গ্রহণ করার অনুমোদন দিলেও কেন্দ্র সচিব খ-সেটে  পরীক্ষা গ্রহণ করেছে। উল্লেখ্য, একই কেন্দ্রে এসএসসি পরীক্ষার নীতিমালা লঙ্ঘন করে বাংলা ১ম পত্র পরীক্ষায় পাথরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী যার রোল নং ২৮৫০১৬ সাকোয়া উচ্চ বিদ্যালয় বোদা বি(৮৬২) কেন্দ্রে অংশ গ্রহণ না করে বোদা পাইলট উচ্চ বিদ্যালয় বোদা এ (৮৬১) কেন্দ্রে এক শিক্ষার্থী অংশ গ্রহণ করায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক বোদা পাইলট স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জামিউল হককে ইতিপূর্বে শোকজ করা হয়। উপজেলার প্রাচীন বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বারংবার এহেন কর্তব্যের প্রতি অবহেলা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এবিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ