• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন |

কিশোরগঞ্জে জাতীয় পাটি সমর্থিত প্রার্থী রশিদুল ইসলাম বিজয়ী

Roshidul Islamসিসি নিউজ: দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রশিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল বৃহষ্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে বেসরকারীভাবে এ ঘোষণা দেয়া হয়।
রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুমের ঘোষিত ফলাফল অনুযায়ী ৩৫ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রশিদুল ইসলাম ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী রাজ্জাকুল ইসলাম রাজা (আনারশ) পেয়েছেন ২৬ হাজার ৮০৭ ভোট।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে ২৩ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আ.ফ.ম রুহুল ইসলাম (উড়োজাহাজ)। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মুহম্মদ জনাব আলী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৯৮৯ ভোট।
এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪৯ হাজার ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিরিনা বেগম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দী আ.লীগ সমর্থিত সমর্থিত প্রার্থী ফাতেমা বেগম (হাঁস) পেয়েছেন ২৯ হাজার ৪৩৫ ভোট।
উল্লেখ্য এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস-চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ