Logo

বাংলাদেশী নায়িকা ববির যৌন ভিডিও ফাঁস

Bobi [1]বিনোদন ডেস্ক: নবগতা বাংলাদেশী আইটেম হট গার্ল ববির ববির যৌন ভিডিও এবার ইউটিউবে ফাঁস করে দেয়া হয়েছে। অবশ্য বেশকিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছে তার নতুন প্রেমের গুঞ্জন। আর তা হচ্ছে পরিচালক ইখতেখার চৌধুরীর সঙ্গে। তারা চুটিয়ে প্রেম করছেন। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববির সাথে ওউ পরিচালকের চলছে গোপন ডেটিংও। এখন প্রকাশ্যেই তাদের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।
বিশেষ এ সম্পর্কের কারণেই ‘দেহরক্ষী’ ছবিতে ববিকে ব্রেক দেয় ইফতেখার। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ছবিটি ব্যাপক সফলতা পায়। এরপর ইফতেখার ববিকে ফিরিয়ে আনেন শাকিব খানের সঙ্গে জুটি করে। ছবির নাম রাজত্ব। শুধু তাই নয়, ববিকে নিয়ে ইফতেখারের রয়েছে বিশাল পরিকল্পনাও। তবে আপাতত ওই ভিডিও নিয়ে চলছে সমালোচনার ঝড়।