• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীনবরণ

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’র নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পঞ্চম ও সপ্তম পর্বের শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুর জাহান বেগম, চীফ ইন্সট্রাক্টর (টেক) এবিএম ফজলুল করিম, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) মোঃ জাহিদুল ইসলাম, রেজিষ্ট্রার মোঃ আব্দুল জলিল, ইন্সট্রাক্টর (টেক্সটাইল) নুরে আলম সিদ্দিকী লেবু, ইন্সট্রাক্টর (নন- টেক) সবুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নবাগত ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
দ্বিতীয় পর্বে ভাল ফলাফল স্বরুপ শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তম পর্বের শিক্ষার্থী মোঃ রানা পারভেজ ও মাসরুফা আফরিন আন্নি। সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ