• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

দিনাজপুর সদরের চেয়ারম্যান প্রার্থীর ব্যাপক গনসংযেগ

ECমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) শনিবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেছেন। এ সময় তার সাথে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টুসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর বিএনপি ও কোতয়ালী বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শনিবার বেলা ১২টায় গনসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজারে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ জাকিন হোসেন বাবু, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, আন্দোলনের অংশ হিসেবে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহন করেছে। তাই উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনের আন্দোলনকে বেগবান করতে হবে। বক্তারা বিএনপির প্রার্থীর পক্ষে বিজয় ছিনিয়ে আনতে দলের প্রতিটি নেতাকর্মীকে সব দ্বিধাদন্দ্ব ভূলে কাজ করার আহবান জানান।
পরে মোকাররম হোসেন ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে, সুন্দরবন ইউনিয়নের রামডুবির মোড়ে, চেহেলগাজী ই্উনিয়নের গোপালগঞ্জ বাজারে, শশরা ইউনিয়নের ফুলতলা বাজারে, আউলিয়াপুর ইউনিয়নের সিকদারগঞ্জ হাটে, উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজারে, আস্করপুর ইউনিয়নের বোর্ডেরহাট বাজারে ও কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, উথরাইল ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, শংকরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন গুরু, সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, শেখরপুরা ইউপি চেয়ারম্যান ও কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, শশরা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কোতয়ালী বিএনপির দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, সুন্দরবন ইউনিয়র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাল মোহাম্মদ, যুগ্ম সম্পাদক বাবলু চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতাবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ