• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন |

এরশাদের উপস্থিতিতে জাপার ২ গ্রুপের হাতাহাতি

jatio_partyনিউজ ডেস্ক: শনিবার বিকাল সাড়ে ৫ টায় সুনামগঞ্জের সার্কিট হাউস চত্বরে এই ঘটনা ঘটে। জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উপস্থিতিতেই সুনামগঞ্জে দলের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।এরশাদের উপস্থিতিতে জাপার ২ গ্রুপের হাতাহাতি
পুলিশ ঘটনাস্থল থেকে জেলা জাপার প্রচার সম্পাদক গোলাম হোসেন অভিকে আটক করে। পরে মুচলেখা নিয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। শনিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের সার্কিট হাউস চত্বরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাপা চেয়ারম্যান এরশাদ সার্কিট হাউসে অবস্থানকালে শ্লোগান দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতহাতির ঘটনা ঘটে। এসময় জেলা জাপার প্রচার সম্পাদক গোলাম হোসেন অভিকে পুলিশ আটক করে।
জেলা জাপার সভাপতি সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ বলেন, “শ্লোগান দেওয়া নিয়ে দলের কিছু কর্মীর মধ্যে বিরোধ দেখা দেয়। এক পক্ষ আমার নাম ধরে, আরেক পক্ষ এমপি পীর মিসবাহ্’র নাম ধরে শ্লোগান দেয়। এতে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।”
তিনি বলেন, “এসময় গোলযোগের আশঙ্কায় গোলাম হোসেন অভিকে পুলিশ থানায় নিয়ে আসে। পরে কোনো গোলযোগ হবে না প্রতিশ্রুতি দিয়ে গোলাম হোসেনকে ছাড়িয়ে নিয়ে আসি।”
জেলা যুব সংহতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর জানান, “গোলাম হোসেন অভি জাপার নিরীহ কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করায় কর্মীরা তাকে ধরে পুলিশে দেয়।”
এমপি পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, “সার্কিট হাউসে জাপার দুই কর্মীর মধ্যে সমস্যা হয়েছিল, এসময় পুলিশ একজনকে আটক করে।”
সদর থানার ওসি জানে আলম খাঁন বলেন, “শ্লোগান দেওয়া নিয়ে কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হওয়ায় আমরা একজনকে আটক করি। পরে মুচলেখা নিয়ে তাকে ছাড়া হয়।” উৎসঃ   সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ