সিসি ডেস্ক: ভারতের তামিলনারুতে যমজ দুই ভাই মিলে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে। এ ঘটনায় সোমবার তামলনারু রাজ্যের কোইমবাটোর এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, যমজ ওই দুই ভাই কোইমবাটোরে এলাকার এক কলেজে একই ক্লাসে পড়তো। ওই কলেজেরই নিচের ক্লাসের এক ছাত্রীর সঙ্গে তাদের ফেসবুকে পরিচয়। এরপর থেকে তারা নিয়মিত ওই মেয়ের সঙ্গে চ্যাট করতো। গত ২৩ ফেব্রুয়ারি তারা মেয়েটিকে নিজেদের ফ্লাটে আমন্ত্রণ জানায়। মেয়েটি তার ফেসবুক বন্ধু এবং কলেজের বড়ভাইদের আমন্ত্রণে তাদের বাড়িতে যায়। সেখানে তারা তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায়। পরে দুই ভাই মিলে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। একজন আবার তার সেলফোনে মেয়েটিকে ধর্ষণ করার চিত্র ধারণ করে। পুলিশ অবশ্য তার মোবাইল ও কম্পিউটার জব্দ করেছে।
বর্তমানে মেয়েটি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।