• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন |

নিঃসঙ্গ রাত্রি কাটাতে রোমান্টিক রোবট

Robotপ্রযুক্তি ডেস্ক: যারা নিঃসঙ্গ রাত্রি পার করছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন জাপানের রোবট নির্মাতারা। মানুষের জন্য রোমান্টিক সহচর হিসাবে জাপানি উদ্ভাবকরা জিমিনিয়ড এফ নামে একটি মহিলা রোবট তৈরি করেছে যেটি নাচতে, চক্ষু যোগাযোগ প্রতিক্রিয়ায় সাড়া দেয়াসহ এবং শরীরের ভাষা সনাক্ত করতে পারে।
রোবটটি ওসাকা বিশ্ববিদ্যালয় এর একদল রোবোটিক্স প্রকৌশলী তৈরি করেছে। জিমিনিয়ড এফ রোবটটি ইউরেশীয় মহিলাদের মত দেখায়, মেয়েলী বৈশিষ্ট্য বিদ্যমান, বাদামী চুল রয়েছে। এ প্রজেক্টের ইঞ্জিনিয়ার অধ্যাপক হিরোসি ইসগুরো বলেন, জাপান সাংস্কৃতিক এর সঙ্গে পাশ্চাত্য সমাজের পার্থক্য তুলনা করে জাপানি পুরুষদের অনেকেই রোমান্সের কৃত্রিম সংস্করণের সঙ্গে প্রেমে পরতে সক্ষম হবে। অধ্যাপক হিরোসি ইসগুরো আরও বলেন, জিমিনিয়ড এফ তৈরি প্রধান কারণ হলো মানব জাতির দৌড়প্রতিযোগিতা সম্পর্কে জানতে। মানুষের অনুকরণে রোবট তৈরিকে অনেকেই ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন। একারণে এ গবেষক দন জাপানের একটি প্রতিপাদ্য বাক্য স্বরন করিয়ে দিয়েছেন। সেটি হলো, আমরা বিশ্বাস করি যে সবকিছুর একটা আত্মা আছে এবং তাই আমরা মানুষের মত রোবট তৈরি করতে বিব্রত বোধ করি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ