• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন |

ফুলবাড়ী ও বোচাগঞ্জে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ECদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফুলবাড়ী উপজেলায় একজন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান এবং বোচাগঞ্জে চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দিনাজপুর জেলা নির্বাচন অফিস জানায়, উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ শাহাদত হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ তাজমিলুর রহমান ও মোঃ আবু মুসা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, বর্তমানে বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু (আ’লীগ) মাঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু (বিএনপি), এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন (জাপা) ও বীরভদ্র রায় (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আমিনূল হক (জামায়াত)  মোঃ হোসেন মোল্লা এম ওয়ালী ফ্লাড (স্বতন্ত্র), আজিজুল হক চৌধুরী (স্বতন্ত্র), বিপ্লব কুমার ধর বিপু (স্বতন্ত্র), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার মুক্তি (বিএনপি), মোসলেমা বেওয়া (স্বতন্ত্র) ও ফাতেমা খাতুন (স্বতন্ত্র)।
অপরদিকে ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী পদে ৩জন, ভাইস  চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চেয়ারম্যান মুশফিকুর রহমান বাবুল (আ’লীগ), অধ্যক্ষ খুরশিদ আলম মতি (বিএনপি), জাকারিয়া জাকির (আ’লীগ বিদ্রোহী)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগম (বিএনপি), সামছুন্নাহার নীরু (আ’লীগ) ও হাসিনা পারভিন। আগামী ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ