রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর উপজেলার হাট-বাজার গুলোতে আগাম জাতের করলা উঠেছে। দাম চড়া হওয়ায় অর্থের অভাবে কিনতে পারছে না গরিব-দুঃখী ও স্বল্প আয়ের মানুষরা। গত বছরের তুলনায় এবার করলার দাম বেড়েছে কেজিতে ৩০-৪০ টাকা পর্যন্ত। শুক্রবার শহরের নতুন বাজারে গিয়ে দেখা যায় এক কেজি করলার দাম ১শ’ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল কাঁচামাল ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, চলতি মাসের প্রথম দিনেই বাজারে আগাম জাতের করলা এসেছে চুয়াডাঙ্গা জেলা এলাকা থেকে। মালামাল পরিবহন খরচ বেশী হওয়ায় গতবারের চেয়ে এবারে দাম একটু চড়া। গতবার এসময় করলা বিক্রি করা হয়েছিল প্রতি কেজি ৭০/৮০ টাকা দরে। আর এবারে পরিবহন খরচসহ প্রতি কেজি ১০০ টাকা দরে ক্রয় করতে হয়েছে। আর খুচরা বিক্রি করছেন প্রতি কেজি ১শ’২০ টাকা দরে।
নতুন বাজারে কাঁচামাল ক্রয় বাজার করতে আসা রামপুর ইউনিয়নের উত্তর হুগলী পাড়ার মাহামুদুল হাসান, শহরের গুলশান মহল্লার শফিকুল ইসলাম বাবুল বলেন, কাঁচা মালামাল (তরকারী) ক্রয় করতে এসে করলা চোখে পড়ে। রেলওয়ে পার্ক এলাকায় বাজার করতে আসা ডা. বাবুল ও রেজবাউল ইসলাম টুকুন বলেন, বাজারে আগাম জাতের এসব করলাকে অনেকে উস্তা বলে থাকেন। সব্জি বাজার জামে মসজিদ নতুন বাজারের কাঁচা মালামাল ব্যবসায়ী খলিল বলেন, উস্তা আর করলা একই।