সিসি ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ধাওয়ায় আইয়ুব আলী (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ধনিজকরা আল ফারাবী স্কুলে একটি ঘরোয়া বৈঠকে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পলিয়ে যায়। দৌড়ে পালানোর সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে। পরে স্থানীয়রা মুন্সিরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেণ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহ মো. মিজানুর রহমনা জানান, তাদের শান্তিপূর্ণ বৈঠকে হঠাৎ পুলিশ হানা দেয়। এ সময় নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে ঘটনাস্থলে নিহত হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহী জামায়াতের বৈঠকে হানার বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের একটি টহল গাড়ি স্কুলের সামনে মানুষের আনাগোনা দেখে সেখানে থামলে অবস্থানরতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাগজপত্র বিহীন ৪টি মোটর সাইকেলসহ শিবলু নামে এক কিশোরকে আটক করা হয়। তবে জামায়াত কর্মী নিহতের বিষয়ে তিনি অবগত নয় বলে জানান। শীর্ষ নিউজ