হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাঁকে আটক করে। আটককৃত চোরাকারবারী গাইবান্ধা জেলা সদরের থানাপাড়া এলাকার মৃত মোজাহার আলীর ছেলে খালেকুজ্জামান (৪০)।
বিজিবি’র হিলি বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি হিলি সীমান্তের চুড়িপট্টি থেকে মটর সাইকেল নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ক্যাম্পের টহলরত দলের কমান্ডার নায়েক শওকত হোসেনের সন্দেহ হলে মটর সাইকেল আরোহীকে থামানোর সংকেত দেয়। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাঁকে আটক করে। এঘটনায় বিজিবি বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা করেছে।