নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্যাতনের শিকার হয়ে ২য় শ্রেনীর একজন ও ৪র্থ শ্রেনীর এক ছাত্র সহ ২ জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। অমানবিক এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার সোনারায় দৃষ্টি নন্দন প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসী জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজ শনিবার দুপুরে ২য় শ্রেনীর ছাত্র রেদোয়ান ও ৪র্থ শ্রেনীর ছাত্র মঞ্জুরুলকে অকারনে বেধড়ক মারপিট করে। এ আঘাতের ফলে মঞ্জুরুলের মাথা ও ডান হাতের দুটি আঙ্গুল এবং রেদোয়ানের মাথা ফেটে যায়। মারপিটের পর প্রধান শিক্ষক ফারুক আহত ছাত্রদের বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রাখে। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যালয় চত্তরে সমবেত হয়ে এর প্রতিবাদ জানায়। সবশেষে এ রিপোট পাঠানো পর্যন্ত বিকাল ৫.১৫ টায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন ছাত্র নির্যাতনের কথা স্বীকার করে জানান, ওই সময় মাথা ঠিক ছিল না। উল্লেখ্য যে, ওই শিক্ষকের নির্যাতনে ওই বিদ্যালয়ের ২য় শেন্রীর ছাত্র আসাদুল, ৫ম শ্রেনীর ছাত্রী রাব্বানা ও ৩য় শ্রেনীর ছাত্রী হাবিবা মাথায় ও কানে আঘাত পেয়েছে।