• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষের দখলের চেষ্টা

mamlaফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকচকা গ্রামের সামছুল মন্ডলের আলাদীপুর ইউপি’র সিন্দুরহাটা গ্রামের ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষের দখলের চেষ্টা, আদালতে মামলা চলছে। উপজেলার পৌরসভা এলাকার চকচকা গ্রামের মৃত জেহের উদ্দিন মন্ডলের পুত্র মোঃ সামছুল মন্ডল তার লিখিত অভিযোগে ও কাগজপত্রে দেখা যায় তিনি ১৩/০১/২০০২ ইং তারিখে ৩৪৮নং দলিল মুলে ১ একর ৪৬ শতক জমি রেকর্ডিয় মালিক রাঙ্গামাটি গ্রামের মোঃ আবু বক্কর চৌধুরী, পিতা: আব্দুল চৌধুরী, মোঃ সুলতান আলম, পিতা: মৃত বাহার উদ্দিন চৌধুরীর নিকট উচ্চ মূল্যে টাকা দিয়ে জমি ক্রয় করেন। এছাড়া মোঃ আনোয়ারুল আজিম চৌধুরী, পিতা: মৃত শেফাজ উদ্দিন চৌধুরী, সাং- রাঙ্গামাটি তাদের কাছে গত ২০/০১/২০০২ইং তারিখে ৫৪৮ নং দলিলে ২০৪ দাগে মোট ২টি দলিলে ১ একর ৮৬.৫ শতক জমি খরিদ করেন। দীর্ঘ ১২ বছর ধরে সামছুল মন্ডল নিজে এবং আদিয়ার দ্বারা চাষাবাদ করে আসছিল। উক্ত জমি তার নামে ১৯/০৯/২০০০ সালে মাঠ জরিপ এবং ২৯/১২/২০১৩ ইং তারিখে খারিজ খাজনা হয় তার নিজ নামে। নিয়মিত ভাবে ঐ জমি করে খাচ্ছেন। ইতিপূর্বে ঐ এলাকার প্রতিপক্ষ গোলাম মোস্তফা আক্রোশমূলকভাবে তার জমিতে লাগানো সরিষার ক্ষেত নষ্ট করে। এবারও ঐ জমিতে লাগানো ভুট্টা ক্ষেত কর্তন করে নষ্ট করে দেয়। এব্যাপারে ঐ জমির মালিক মোঃ সামছুল মন্ডল সরকার বাদী হয়ে মোঃ আজিজার রহমান ওরফে মনজু চৌধুরী, পিতা: মৃত আব্দুল মজিদ চৌধুরী, সাং- রাজারামপুর চৌধুরীপাড়া সহ ৫জনকে আসামী করে যুগ্ম জজ আদালত দিনাজপুর-১-এ ঘোষণামূলক ডিগ্রি প্রাপ্তির নিমিত্তে মামলা করেন। মামলা নং- ১০/২০১৪। জমির প্রতিপক্ষ মোঃ গোলাম মোস্তফা গং জামে মসজিদের নামে সে উক্ত জমির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি এবং ঐসব কাগজ অতি পুরাতন হওয়ায় ঐসব কাগজের কোন প্রমাণাদি নাই। তার কোন স্বাক্ষী, খারিজ খাজনা এবং মসজিদের নামে রেজিষ্ট্রি কোন কাগজ নাই। ক্রয়কৃত ঐ সম্পত্তির মালিক একজন বিশিষ্ট সমাজসেবক এবং সুনামধন্য ব্যক্তি। তিনি কোন ভূমিদস্যু নন। তার অনেক জায়গা জমি পড়ে রয়েছে যা এলাকার অনেক গরীব মানুষেরা চাষাবাদ করে খাচ্ছেন। প্রতিপক্ষগং তাকে বিভিন্নভাবে হয়রানী করছেন। এব্যাপারে জমির মালিক সামছুল মন্ডল আদালত ও আইনপ্রয়োগকারী সংস্থার কাছে ন্যয় বিচার দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ