• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন |

যৌনকর্মীরা সমাজকে ‘পবিত্র’ করে : জয় শিখা

Sexসিসি নিউজ: পুরুষ মানুষ যখন যৌন উত্তেজনায় দিশেহারা হয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে, তখন তারা যৌনকর্মীদের কাছে গিয়ে ‘পবিত্র’ হয়ে আসে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনেই এভাবে নিজের মতামত তুলে ধরেন যৌনকর্মী ফোরামের সভানেত্রী জয় শিখা।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বৈষম্য বিলোপ আইনের খসড়া পর্যালোচনা শীর্ষক জাতীয় কর্মশালায় মতামত প্রদান করতে গিয়ে যৌনকর্মীদের পক্ষে এভাবেই তার অভিমত তুলে ধরেন তিনি।
জয় শিখা বলেন, যৌন পেশাকে সন্মান দিতে হবে। কারণ যৌনকর্মীরা সমাজকে পরিচ্ছন্ন ও পবিত্র করে। সমাজের ভারসাম্য রক্ষা করেন।
তিনি আরো বলেন, যৌনকর্মীরা আছে বলেই সমাজ আজও পবিত্র আছে। যৌন পেশাকে যথাযথ সন্মান দিয়ে আইন প্রণয়নের দাবি জানিয়ে এ নেত্রী আরো বলেন, যৌন পেশা আদিকাল থেকে চলে আসছে। তাই একে অস্বীকার বা প্রতিরোধ করার মধ্যে কোনো ফলাফল পাওয়া যাবে না।
আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, আইন কমিশনের সদস্য এম শাহ আলম, আইন কমিশনের সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ