• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন |

নীলফামারীতে ২ মাদকসেবীর ছয়মাস করে কারাদন্ড

Adalotনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই মাদকসেবীর ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গির আলম(৩৫) ও নীলফামারী পৌর এলাকার বারইপাড়া মহল্লার আবদার আলীর ছেলে আজাদুল ইসলাম(৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে নীলফামারী-ডোমার সড়কের রশিদা ফিলিং স্টেশন চত্তরে জাহাঙ্গির এবং শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্তরে মাদক সেবনের সময় আজাদুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালদের বিচারক তাদের ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজাহান পাশা জানান, দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ