ঢাকা: শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জলি আক্তারও (২৮) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় জলি আক্তারের মা আকলিমা বেগম মারা যায়। জলির ছেলে আলিফ এখনো চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
উল্লেখ্য, শনিবার মেয়ের বাসায় বেড়াতে যায় তার স্ত্রী। ওই বাসায় গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় আকলিমা। বিস্ফোরণে তার মেয়ে ও নাতীও গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।