• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন |
শিরোনাম :

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ECঢাকা: পঞ্চম ধাপে দেশের ৭৩ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। কেন্দ্রে সহিংসতা, জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ে অভিযোগে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম ধাপের ৩৪ জেলার ৭৩টি উপজেলায় ভোটযুদ্ধে লড়েছেন ১ হাজার ৫৬ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৬২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭৬ জন প্রার্থী রয়েছেন।

এসব উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ জন এবং মহিলা ভোটার ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন। তারা ৫ হাজার ৫৩৪টি কেন্দ্রের ৩৪ হাজার ৮৮৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ধাপের নির্বাচনে বাসাইল উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে ভোট হচ্ছে না। আবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট এ দিনই নেওয়া হবে। এ উপজেলার নির্বাচন চতুর্থ ধাপে হওয়ার কথা ছিল।

এদিকে, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে রোববার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ