ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনে সাদ ইবনে মমতাজ নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ছাত্র। নিহতের বন্ধুরা জানান, শ্রেণী প্রতিনিধি নির্বাচন নিয়ে ছাত্রলীগের কয়েক নেতার সাথে সাদের বিরোধ হয়। সোমবার রাতভর তাকে আশরাফুল হক হলে আটকে রেখে রড, লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করে ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার সকাল দশটার দিকে সাদের বন্ধুরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ শহরের একটি কিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরে।