• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

ছাগলের পেট থেকে জন্ম নিল হাতির বাচ্চা!

11পঞ্চগড় : পঞ্চগড়ে ছাগলের পেট থেকে জন্ম নিল হাতির বাচ্চা, কথাটি অবাস্তব হলেও সত্য। পঞ্চগড়ে আজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকার সময় একটি ছাগল তিনটি বাচ্চা প্রসব করলে একটি বাচ্চা দেখতে হাতির বাচ্চার ন্যায়। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এর প্রধান পাড়া গ্রামে আশরাফুল হক এর বাড়ীতে। বিষয়টি জানাজানি হওয়ার পর মুহুর্তের মধ্যে হাজার হাজার মানুষ হাতির বাচ্চাটি এক পলক দেখার জন্য ছুটে আসেন আশরাফুলের বাড়ীতে। আশরাফুল হক জানান, আমার পোষা ছাগলটি আজ আজ সকাল ১০.৩০ মিনিটের সময় প্রসব বেদনা উঠলে তিনটি বাচ্চা প্রসব করে। তার মধ্যে দুইটি বাচ্চার গঠন ছাগলের ন্যায় আর অন্যটি দেখতে হাতির বাচ্চার মতোই। মাথার উপরে একটি হাতির শুরের মতো, দুই ধারে দুটি চোখ এবং হাতির মুখের মতো ছাগলটির গঠন হয়েছে। এই ছাগলটি দেখতে হুবহু হাতির বাচ্চার মতোই। এই বাচ্চাটির ওজন অন্য দুটি বাচ্চার চেয়েও দিগুণ বড় হয়েছে। হাতির বাচ্চার মতো দেখতে বাচ্চাটি জন্ম নেয় সকাল ১০.৩০ মিনিটে এবং মারা যায় দুপুর ২.১৫ মিনিটে। এলাকাবাসী জানান, এরকম অবিশ্বাস্য ঘটনা না দেখে কেউ বিশ্বাস করতে পারবে না। অনেকের মতে ভিতরগড়ে হাজার বছর আগে হাতির ব্যাপক প্রচলন ছিল। ভিতরগড়ে পৃথু রাজার রাজধানী ছিল। প্রতœতাত্বিক উৎখনননের ফলে ষষ্ঠ শতকের বেশ কিছু ধ্বংশাবশেষ পাওয়া যায়। এর সাথে হাতির দাঁতের তৈরি পৃথু রাজার সিংহাসন, খাট-পলং, চিরণি নানান বাহারী রঙ্গর আসবাপত্র পাওয়া যায়। যেগুলে এখোনে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ আছে। সে কারণে হয়তো বাচ্চাটির গঠন এমন হয়েছে বলে মনে করেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ