• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :

জিপিএ-৫ এর নামে শিশুদের ওপর নির্যাতন চলছে : সংস্কৃতিমন্ত্রী

Nurসিসি ডেস্ক: সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জিপিএ-৫ এর নামে আমাদের সন্তানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। কবি রবীন্দ্রনাথ, নজরুল কিংবা আমরা কেউই কিন্তু জিপিএ-৫ পেয়ে বড় হয়নি। মানুষের মতো মানুষ হতে হলে জ্ঞানর্জনের বিকল্প নেই। অবশ্যই পড়তে হবে; তা হবে জ্ঞানার্জনের জন্য।
‘চেতনার জাগরণে বই’ শীর্ষক ১২ দিনব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা-২০১৪ এর উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জিলা স্কুল মাঠে এই বই মেলার আয়োজন করা হয়। বিকেল ৫টার উদ্ধোধনী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গ্রন্থ কেন্দ্র এর পরিচালক অসীম সাহা, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও জেলা প্রশাসক মো. শহিদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ