• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন |

টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা

T-20খেলাধুলা ডেস্ক : এবারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। আজ শুক্রবার ২য় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় সেমিফাইনালে জয়ী দলের বিরুদ্ধে তারা ফাইনালে লড়বে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের টি২০ বিশ্বকাপের ১ম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা। এর আগে এ ম্যাচে হঠাৎই কালবৈশাখী ছোবল মারে। ভারী বৃষ্টি, সঙ্গে পাথর সাইজের শিলা আর বজ্রপাথ। মাঠ মুহূর্তেই ঢেকে গেল সাদা বরফখণ্ডে। প্রকৃতির বাগড়ায় ম্যাচ থামলেও শ্রীলঙ্কার জয় আটকে থাকেনি। ডাকওয়ার্থ-লুইস মেথডে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে যেন গতবারের ফাইনালে হারারই প্রতিশোধ নিল লঙ্কানরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন শ্রীলঙ্কার কুশল পেরেরা ও তিলকরতেœ দিলশান। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে আসে ৪১। এরপর ছোটোখাটো একটি বিপর্যয়। আট রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, যাদের দুজন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে! সেটি ভালোভাবেই সামাল দেন লাহিরু থিরিমান্নে ও এঞ্জেলো ম্যাথুস। ওভারে সাড়ে আটের বেশি করে তোলা ৩০ রানের জুটি গড়েন দুজনে। লঙ্কান ইনিংসের সর্বোচ্চ ৪৪ এসেছে থিরিমান্নের ব্যাট থেকে। তবে শেষ দিকে ম্যাথুস-ঝড়ের কারণেই ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের এক চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে লঙ্কানরা। রাসেলের বলে ফেরার আগে ম্যাথুস করেছেন ২৩ বলে ৪০। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন সান্টোকি।
১৬১ রানের লক্ষ্যে প্রথম ওভারেই ১৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর পরই মালিঙ্গার জোড়া আঘাত। ৪.৫ ওভারে ২৮ রান তুলতেই ফিরে যান দুই ওপেনার ডোয়াইন স্মিথ (১৭) ও ক্রিস গেইল (৩)। দুজনেই মালিঙ্গার বলে পরিষ্কার বোল্ড। কিছু পরে প্রসন্নের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লেন্ডল সিমন্স (৪)। ডোয়াইন ব্রাভে কিছুটা স্বপ্ন দেখালেও কুলাসেকারার বলে তিনিও ফিরেছেন ৩০ করে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উইন্ডিজের সংগ্রহ ১৩.৫ ওভারে ৪ উইকেটে ৮০। প্রয়োজন ছিল ৩৭ বলে ৮১, হাতে রয়েছে ৬ উইকেট। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন তারা ২৭ রানে পিছিয়ে।
২০১২ কলোম্বোয় টি২০ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৫.২ ওভারে ৪ উইকেটে তলেছিল ৮৭। তার পরও ম্যাচ জেতার পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচও জিতেছিল তারা। দুবছর পর আবারও দুদল মুখোমুখি। এবার সেমিফাইনালে। এবার প্রথমে ব্যাট করল শ্রীলঙ্কা এবং শেষপর্যন্ত জিতলও । ১৩.৩ ওভারে লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯১। শেষমেশ ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৬০। শেষ ৬ ওভারেই উঠল ৬৩। এ সময় উইকেট পড়ল মাত্র ২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ