• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

নায়ক রাজ রাজ্জাক স্কয়ার হাসপাতালের আইসিইউতে

Razzakঢাকা: শুক্রবার দুপুরে নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসা চলছে গুণী এই অভিনয়শিল্পীর। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কিছুদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে গুলশানের বাসায় নেয়া হয়েছিল।

চিকিৎসা তত্ত্বাবধানকারী চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, মূলত শ্বাসকষ্ট আছে রাজ্জাকের। নিউমোনিয়ার কারণেই এমনটা হয়েছে। বৃহস্পতিবার তিনি বাসায় ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ওষুধপত্র বুঝিয়ে দিয়ে বাসায় যেতে দেওয়া হয়। তবে শুক্রবার আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নায়ক রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, এখন আব্বার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আমি আব্বার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

এদিকে রাজ্জাকের শারীরিক অবস্থা প্রসঙ্গে ছেলে সম্রাট বলেন, ‘অসুস্থ হয়ে কয়েকদিন আব্বা স্কয়ার হাসপাতালেই ছিলেন। বৃহস্পতিবার বাসায় যাওয়ার জন্য খুব জেদ করেন। এরপর আমরা তাকে বাসায় নিয়ে যাই। কিন্তু বাসায় যাওয়ার ২৪ ঘণ্টা না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। কোনো উপায় না দেখে শুক্রবার দুপুরে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

হাসপাতাল সূত্র আরো জানায়, রাজ্জাক নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে তাকে ধুলোবালি ও ধূমপানমুক্ত পরিবেশে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ