
ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাড়ি ভাড়া নিয়ে খালেদা জিয়া জাতির সঙ্গে মশকরা করছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজকে একটি দৈনিকে তাকে নিয়ে একটি সংবাদ বেরিয়েছে, তিনি নাকি অর্থের অভাবে বাড়ি ভাড়া দিতে পারছেন না। তিনি জিয়ার মৃত্যুর পর এরশাদের কাছ থেকে মাত্র এক টাকায় ৩৮ কাঠার ওপর একটি বাড়ি নিয়েছিলেন। সে বাড়ি বিদেশী একটি কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে ১০ লাখ টাকার বেশি ভাড়া আসে। এগুলো কোথায় যায়? হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে বিনা পয়সায় ভাড়া থাকেন। আর নিজের গুলাশানে ৩৮ কাঠার বাড়ি একটি বিদেশী কোম্পানির কাছে ভাড়া দিয়ে রেখেছেন।” হাছান আরো বলেন, “তিনি যদি ঘর বাড়া দিতে না পারেন, কীভাবে লাখ লাখ টাকা খরচ করে নিরাপত্তাবাহিনী পোষেণ। কয়েকটা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। তার পুত্র লন্ডনে বিলাসী জীবন যাপন করেন। আর তিনি জাতিকে বিভ্রান্ত করার জন্য মশকারা করে এ সংবাদ প্রকাশ করেছেন। জাতির সঙ্গে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।” সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিতত্বে সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, আয়োজক সংগঠনের নেতা হুমায়ূন কবির প্রমুখ।