কুষ্টিয়া: বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলায় কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়রের পর বিএনপি আরো ৪৮ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার জামিন শুনানির জন্য নেতাকর্মীরা আদালতে হাজির হলে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খোকসা উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রচার সম্পাদক কাউসারুল ইসলাম সউদ ও একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মোহন যদুসহ ৪৮ বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
এদিকে সোমবার সন্ধ্যায় এই একই মামলায় খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেদ খান তাতারী, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খোকসা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনসহ স্থানীয় ১২ বিএনপি নেতাকে কারাগারে পাঠায় একই আদালত। উল্লেখ্য, গত ১১ ফেব্র“য়ারি খোকসার সমসপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এসব বিএনপি নেতাকর্মী ও জন প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা হয়। ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নেয় আসামিরা। পরে কুষ্টিয়ার নিম্ন আদালতে জামিন শুনানির জন্য হাজির হন আসামিরা।